রয়্যাল এনফিল্ড! বাইকপ্রেমীদের জন্য যা ছিল স্বপ্ন। তা বাস্তবে রূপ দিতে রয়্যাল এনফিল্ড বিশ্ববাজারে নিয়ে এসেছে নানা মডেলের মোটরসাইকেল। বাংলাদেশের বাজারে আগামী ২১ অক্টোবর অভিষেক ঘটতে যাচ্ছে অটোমোবাইল যুগের নতুন অধ্যায়ের। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইক। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সড়কে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে দেশের বাজারে উচ্চ সিসির বাইক প্রবেশের সুযোগ পায়। বাংলাদেশের বাজারে ইফাদ অটোস চার মডেলের রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসি বাইক বাজারজাত করবে। এগুলো হলো- রয়্যাল এনফিল্ড হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও দামে কম থাকবে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এটি ভারতের বাজারে ওই কোম্পানির সর্বাধিক বিক্রিত বাইক। সেখানে মাত্র ৬ মাসে ১ লাখের বেশি হান্টার ৩৫০ বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড।
মন্তব্য করুন