ad

সাংবাদিকতা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি : খুবি উপাচার্য

প্রিয়ভূমি প্রতিবেদক
০৩ মার্চ ২০২৫, ০৯:০২ এএম
০৩ মার্চ ২০২৫, ১০:০৯ এএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার পাশাপাশি বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সমাজের অনেক সাংবাদিক আছেন, যাদের বিষয়ভিত্তিক প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও বাস্তবতার আলোকে তারা এতটাই সমৃদ্ধ হয়েছেন যে, তাদের নিয়ে সমাজ গর্বিত। সাংবাদিকরা তাদের কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকেন।

রবিবার (২ মার্চ) খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলনকক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) আয়োজিত ‘পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার বিষয়ক’ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. রেজাউল করিম বলেন, প্রতিটি একাডেমিক প্রতিষ্ঠানই ইন্ডাস্ট্রি। এখান থেকে প্রতিবছর দক্ষ জনশক্তি শিক্ষালাভ করে বের হয়। স্ব স্ব পেশায় নিয়োজিত হয়ে তারা দেশ ও জাতির উন্নয়নে অংশ নেন। পেশাগত জীবনে তারা যদি সঠিক কর্মস্থল না পান এবং কর্মস্থলে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে না পারেন, তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা বলতে কিছু থাকে না। তাই উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিপোর্টারদের সাংবাদিকতায় ভবিষ্যৎ গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয় বরং এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। তাই শিক্ষার্থীদের দায়িত্বশীল সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যাতে তাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে এবং সমাজ তাতে উপকৃত হয়।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর একটা সুদূরপ্রসারী ইমপ্যাক্ট রয়েছে। পজিটিভ ইমপ্যাক্ট যেমন মানুষের জীবনমান উন্নয়ন করে, তেমনি নেগেটিভ ইমপ্যাক্ট একটি জীবনকে ওলট-পালট করে দিতে পারে। তাই সাংবাদিকদের নিয়মনীতি মেনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার তুলে ধরা উচিত।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসীম নিবিড় ‘সাংবাদিকতায় নৈতিকতা ও আচরণবিধি’, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাবেক ভারপ্রাপ্ত মাল্টিমিডিয়া হেড সুলাইমান নিলয় ‘ক্যাম্পাসে স্বপ্নের রিপোর্টিং: প্রস্তুতি ও বাস্তবায়ন’ এবং নূরা হেলথ বাংলাদেশ এর হেলথ কমিউনিকেশন লিড ওয়াহিদা জামান সিথি ‘প্রফেশনাল সিভি রাইটিং’ বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপ-উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবিসাস সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার। এ প্রশিক্ষণে সাংবাদিক সমিতির সদস্য, সহযোগী সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে তাদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল ১৯৭১: শেষ বাংলা বর্ষে মুক্তিযুদ্ধের দৃঢ় ঘোষণা

১৩ এপ্রিল ১৯৭১: এক নজরে মুক্তিযুদ্ধের মাঠে এবং বিশ্ব প্রতিক্রিয়া

৯ এপ্রিল, ১৯৭১ মুক্তিযুদ্ধের এই দিনে

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা: প্রাণে বাঁচলেও আতঙ্কে পরিবার

চালবাজিতে চাল, মানুষের অবস্থা বেহাল

ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায়

ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৪

বিচার বিভাগের পৃথক সচিবালয় খসড়া চূড়ান্ত

গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল

ইসরাইল ও নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার পক্ষে বেশিরভাগ কানাডিয়ান

১০

গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র নিহত

১১

ক্লাব বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি!

১২

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

১৩

আতঙ্কিত না হওয়ার পরামর্শ / দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত, সতর্কতা জোরদার

১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রয়াত মুক্তিযোদ্ধা আসামি

১৫

এএফপি’র সাংবাদিক গ্রেপ্তার, সমালোচনার মুখে এরদোয়ান

১৬

‘নো অর্ডার’ আদেশের ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

১৭

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৮

ঢাকা ছাড়ছেন মানুষ, বৃহস্পতিবার থেকে বাড়বে ভিড়

১৯

ঢাকায় আজ শুষ্ক থাকবে আবহাওয়া, বাড়বে গরমের অনুভূতি

২০